| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবশেষে মুক্তির পথে ‘অমীমাংসিত’, আলোচিত সাংবাদিক দম্পতি হত্যা রহস্য নিয়ে ওয়েব ফিল্ম

  • আপডেট টাইম: 06-07-2025 ইং
  • 79271 বার পঠিত
অবশেষে মুক্তির পথে ‘অমীমাংসিত’, আলোচিত সাংবাদিক দম্পতি হত্যা রহস্য নিয়ে ওয়েব ফিল্ম
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: দীর্ঘ দেড় বছর অপেক্ষার অবসান ঘটিয়ে সেন্সর জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে আলোচিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রটি ভিত্তি করে তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে বহুল চর্চিত এক সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডের রহস্যকে, যা এর শুরু থেকেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিল।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তির লক্ষ্যে নির্মিত এই থ্রিলারধর্মী ওয়েব ফিল্মটি গত বছর ২৯ ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও, তৎকালীন সেন্সর বোর্ড তা ‘প্রদর্শন উপযোগী নয়’ বলে ঘোষণা দিয়ে মুক্তি আটকে দেয়। ফলে ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন অভিনীত এই আলোচিত ফিল্মটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

তবে সরকার পরিবর্তনের পর বাতিল হয়ে যায় সেন্সর বোর্ড এবং গঠিত হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। নতুন বোর্ড গঠনের পর ‘অমীমাংসিত’-এর প্রযোজনা প্রতিষ্ঠান আবারও আবেদন করে। অবশেষে সম্প্রতি ছাড়পত্র পেয়েছে সিনেমাটি, যা নির্মাতা ও দর্শক- দুই পক্ষের জন্যই এক স্বস্তির খবর।

‘অমীমাংসিত’-এর শুরু থেকেই আলোচনায় উঠে আসা একটাই প্রশ্ন- সিনেমাটি কি সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে নির্মিত? যদিও নির্মাতা সরাসরি কিছু বলেননি, তবে টিজার প্রকাশের পরই দর্শক মহলে এটি নিয়ে একপ্রকার নিশ্চিত ধারনা তৈরি হয়। এতে যুক্ত হয় আরও বিতর্ক এবং সেন্সর বোর্ডের কড়াকড়ি।

ওয়েব কনটেন্ট হলেও কেন সেন্সরের প্রয়োজন- সে প্রশ্নও ওঠে তখন। নির্মাতা ও শিল্পীসহ সংশ্লিষ্টরা প্রকাশ্যে বিরোধিতা করলেও সেই সময় কোনো কাজ হয়নি। তবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের যুগান্তকারী সিদ্ধান্তে সিনেমাটি অবশেষে মুক্তির পথে।

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, ছাড়পত্র পাওয়ার পর এখন তারা মুক্তির তারিখ চূড়ান্ত করছেন। খুব শিগগিরই ঘোষণা দেওয়া হবে ‘অমীমাংসিত’ কবে ওটিটিতে দেখা যাবে।

বাংলাদেশের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম হিসেবে ‘অমীমাংসিত’ ইতিমধ্যে আলাদা পরিচিতি পেয়েছে। রাজনৈতিক পালাবদলের পর যেভাবে এটি মুক্তির আলো দেখছে, তাতে মনে করা হচ্ছে- ওটিটি কনটেন্ট সেন্সর ছাড়পত্র নিয়ে বিতর্কের অবসান ঘটাতে পারে এই সিনেমা। পাশাপাশি এটি নির্মাতাদের জন্যও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪