| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুল করেছি আর বিয়ে করব না: হিরো আলম

  • আপডেট টাইম: 04-05-2025 ইং
  • 356176 বার পঠিত
ভুল করেছি আর বিয়ে করব না: হিরো আলম
ছবির ক্যাপশন: ভুল করেছি আর বিয়ে করব না: হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মণির তার বাবাকে দেখতে আসেননি, বাবার লাশও দেখতে আসেননি।


এরপর আরো নানা ঘটনা। হিরো আলমের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে পাল্টা সংবাদ সম্মেলন করেন স্ত্রী রিয়া মণি।


তবে হিরো আলম এবার জানালেন তিনি আর বিয়ে করবেন না। সামাজিক  যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘আর ভুল নয় একটা মেয়ের ওপর নির্ভর হয়ে ভুল করেছি এত দিন, এবার সাতটা জুটি তৈরি করব, নতুন নতুন মেয়েদের নিয়ে কাজ করব, তাহলে আমার দর্শকরা ও নতুন কিছু পাবে, সাত দিন সাতটা মেয়ে মডেল নিয়ে শুটিং করব, আর নট বিয়ে।’ 


জানা যায়, রিয়া মণি হিরো আলমের তৃতীয় স্ত্রী। প্রথম স্ত্রী সুমিকে ২০১০ সালে বিয়ে করেন।


তবে রিয়া মণি দাবি করেন, হিরো আলম গোপনে চতুর্থ বিয়ে করেন। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, হিরো আলম তার সাথে প্রতারণা করে চতুর্থ বিয়ে করেছেন।


রিয়া মণি বলেন, ‘আলম ওই মেয়েটার সাথে প্রায় তিন মাস বাসা ভাড়া নিয়েছিল। আমি তার থেকে দূরেই ছিলাম।


অফিস ছিল এক জায়গায়, আর আমাদের বাসা ছিল অফিস থেকে দূরে। সেক্ষেত্রে সে (আলম) নিয়মিত বাসায় আসতে পারত না। আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল। ওই মেয়ের সাথে আলম তিন মাস ছিল।’


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪