| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘যতবার পুরুষ আমাকে হতাশ করেছে, আকর্ষণ আরও বেড়েছে’

  • আপডেট টাইম: 04-05-2025 ইং
  • 359126 বার পঠিত
‘যতবার পুরুষ আমাকে হতাশ করেছে, আকর্ষণ আরও বেড়েছে’
ছবির ক্যাপশন: ‘যতবার পুরুষ আমাকে হতাশ করেছে, আকর্ষণ আরও বেড়েছে’

বিনোদন ডেস্ক: 

বছর দুয়েক আগে প্রেম ভেঙেছে অভিনেত্রী হিমাংশী খুরানার। সম্পর্ক ভাঙার পরেও তিনি কিন্তু মুষড়ে পড়েননি! উল্টো আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছেন। কিন্তু কীভাবে? 


সেই ব্যাখ্যা দিয়েছেন ‘বিগ বস ১৩’-খ্যাত এই অভিনেত্রী। তার যুক্তি, ‘বিচ্ছেদ নিয়ে আমার মত- যতবার পুরুষ আমাকে হতাশ করেছে, ততবার আমার যৌন আকর্ষণ আরও বেড়েছে! এটি পরীক্ষিত সত্য।’ 


হিমাংশীর মন্তব্য ছড়াতেই চাঙা বলিপাড়া। নেটিজেনরাও তার রূপের প্রশংসা করছেন। পাশাপাশি অভিনেত্রীর সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ তরুণ প্রজন্ম।


নতুন করে চর্চায় হিমাংশী খুরানা এবং অসীম রিয়াজের প্রেম জীবন। দু’জনেই ‘বিগ বস ১৩’-র প্রতিযোগী ছিলেন। সেখান থেকে সম্পর্ক তৈরি হয় তাদের। সময় এগিয়েছে সম্পর্ক গাঢ় হয়েছে। 


বলিউডের অন্দরে যখন চর্চা, এবার তারা বিয়ে করবেন, তখনই প্রেম ভাঙার খবর! ২০২৩-এ সম্পর্কের সুতো ছিঁড়ে আলাদা হন অসীম-হিমাংশী। ভিনধর্মী বলেই পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন সেই খবর।


মাঝে অসীম অবশ্য এক রহস্যময়ীর সঙ্গে প্রায়ই দেখা দিচ্ছিলেন। যদিও তার পরিচয় প্রকাশ্যে আনেননি। অন্যদিকে, হিমাংশী নিজের ব্যক্তিগত জীবন গোপন রেখেছেন। 


তবে তিনি যে নিজের মতো করে ভালো থাকতে শিখে গেছেন, শনিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া কয়েকটি ছবি সেই প্রমাণ। 


হিমাংশী সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন। মেরুনরঙা স্বচ্ছ জামায় আকর্ষণীয়া অভিনেত্রী। কখনও তিনি বইয়ের পাতায় ডুবে। কখনও তিনি প্রকৃতির মাঝে হারিয়ে গেছেন। এভাবেই জীবনকে প্রতি মুহূর্তে উপভোগ করছেন তিনি। 


অভিনেত্রীর উপলব্ধি, ‘বিচ্ছেদ সব সময় খারাপ নয়। এটা সোনালি স্মৃতিও হতে পারে।’


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪