| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দর্শক মজা পাবেন: তানজিকা

  • আপডেট টাইম: 06-07-2025 ইং
  • 80538 বার পঠিত
দর্শক মজা পাবেন: তানজিকা
ছবির ক্যাপশন: অভিনেত্রী তানজিকা আমিন। ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

অভিনেত্রী তানজিকা আমিন কানাডা-আমেরিকা ঘুরে দেশে ফিরেছেন। এসেই শুরু করেছেন নাটকের কাজ। এরই মধ্যে তৌকীর আহমেদের পরিচালনায় একটি ধারাবাহিকের কাজও সম্পন্ন করেছেন তিনি। নিজের কাজের ব্যস্ততা ও পরিকল্পনা নিয়ে তানজিকা কথা বলেছেন কালবেলার সঙ্গে। জানিয়েছেন, রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তির অনুমতি পেয়েছে।

শুরুর দিকে তানজিকা বলেন, ‘দেশের বাইরে থেকেও এরই মধ্যে কাজ শুরু করেছি। কানাডাতেও পাঁচটি নাটকের শুটিং করেছি, যার মধ্যে কয়েকটি নাটক প্রকাশের পর দর্শকপ্রিয়তাও পেয়েছে। এরপর দেশে এসে তৌকীর ভাইয়ের পরিচালনায় একটি ধারাবাহিকের কাজ করেছি। সামনে আরও কিছু কাজ করব, যার সম্পর্কে সময় হলে জানানো হবে।’

এ সময় ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্ম মুক্তির অনুমতি নিয়েও কথা বলেন তানজিকা। তিনি বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। এখন আর এটি মুক্তিতে কোনো বাধা নেই—জেনে খুব ভালো লাগছে। কারণ, এ কাজটি আমার অনেক পছন্দের। শুটিং সম্পন্ন হওয়ার পর থেকেই আমরা মুক্তির অপেক্ষায় ছিলাম। এরপর নানা কারণে এটি আটকে দেওয়া হয়। যেহেতু এখন প্রকাশে আর কোনো বাধা নেই, তাই আশা করছি ওয়েব ফিল্মটি দর্শকের কাছে ভালো লাগবে। তারা দেখে মজা পাবেন। তবে আলোচনায় থাকতে মুক্তি পেলে আরও ভালো লাগত।’

এ সময় তার অভিনীত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-র সাফল্য নিয়েও কথা বলেন তিনি। জানান, এমন চরিত্রে অভিনয় করতে সবসময়ই আগ্রহী তিনি।

নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া তানজিকা আমিন বরাবরই গল্পনির্ভর কাজ পছন্দ করেন।

তার অভিনীত জনপ্রিয় কাজের তালিকায় রয়েছে: ‘বোহেমিয়ান ঘোড়া’, ‘কালপুরুষ’, ‘ক্রিমিনালস’, ‘কে?’, ‘এক অলৌকিক বিকেলের গল্প’, ‘মহানগর’, ‘মৌসুম ২’, ‘গহীনের গান’, ‘ভালোবাসা এমনই হয়’ ও ‘বকুল ফুলের মালা’।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪