বিনোদন ডেস্ক: অভিনেত্রী জয়া আহসান শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও নিজের সৃজনশীলতা ও ভালোবাসার জায়গা গড়ে তুলেছেন। অভিনয়ের পাশাপাশি বাগান করার শখ রয়েছে তার, যা পূরণ করতে নিজের বাড়িতেই করেছেন ছাদবাগান। সেই বাগানে এবার ধরেছে ফল, আর সেই আনন্দই ভাগাভাগি করে নিয়েছেন নিজের ভক্ত-অনুরাগীদের সঙ্গে।
সম্প্রতি জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ছবি ও ভিডিও, যেখানে দেখা যায় তিনি পেঁপে গাছের পাশে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ছবি তুলছেন। গাছটিতে দেখা যায় অনেকগুলো কাঁচা পেঁপে ঝুলে আছে। নিজের হাতে গড়া বাগানে এমন ফলন দেখে ভীষণ খুশি তিনি।
এক ভিডিওতে দেখা যায়, জয়া তার ছাদবাগানে হাঁটছেন এবং বলছেন, “এটি আঁশফল গাছ। আনন্দ লাগছে, আমার গাছে ফল ধরেছে।” তার কথায় ধরা পড়ে প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং একটি শান্তিপূর্ণ জীবনের খোঁজ।
এর আগেও তিনি ফুল ও ফলের ছবি শেয়ার করে অনুরাগীদের নজর কাড়েন। তার বাগানের প্রতি এই মমত্ববোধ অনুপ্রেরণা হয়ে উঠছে অনেকের জন্য, বিশেষ করে যারা শহরের ব্যস্ত জীবনে একটু প্রকৃতি খোঁজেন।
অন্যদিকে, বড় পর্দায়ও আসছেন নতুন চমক নিয়ে। ১৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমা ‘ডিয়ার মা’, যেখানে প্রথমবারের মতো মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানালসহ অনেকে।
চরিত্রের গভীরতা ও বাস্তব জীবনের প্রতি দায়বদ্ধতা- এই দুইয়ের সংমিশ্রণেই যেন পর্দার বাইরে ও ভেতরে নিজের আলাদা একটি জগৎ তৈরি করে চলেছেন জয়া আহসান।
রিপোর্টার্স২৪/আরএইচ