| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচ বছরের মধ্যে বিয়ে করে মা হতে চান তানজিন তিশা

  • আপডেট টাইম: 05-07-2025 ইং
  • 93909 বার পঠিত
পাঁচ বছরের মধ্যে বিয়ে করে মা হতে চান তানজিন তিশা
ছবির ক্যাপশন: পাঁচ বছরের মধ্যে বিয়ে করে মা হতে চান তানজিন তিশা

রিপোর্টার্স  বিনোদন ডেস্ক : ছোট পর্দার গুণী অভিনেত্রী তানজিন তিশা। ওয়েব সিরিজেও সরব তিনি। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত এই তারকা যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর শোতে প্রথম অতিথি হয়ে হাজির হয়েছিলেন। সেখানেই জানান, আগামী পাঁচ বছরের মধ্যেই তিনি কি কি করতে চান।

টকশোতে উপস্থাপক জায়েদ খান যখন তাকে প্রশ্ন করেন—‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?— এই প্রশ্নের উত্তরে তিশা অকপটে বলেন আই উইল বি অ্যা মাদার। এর মধ্যে আমি বিয়ে করবো। মা হবো। এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।

শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় প্রচারিত হয় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানটি। এই পর্বের মাধ্যমে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন চিত্রনায়ক জায়েদ খান।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪