| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকরির দুনিয়ায় এআইয়ের খড়্গ

  • আপডেট টাইম: 03-07-2025 ইং
  • 85556 বার পঠিত
চাকরির দুনিয়ায় এআইয়ের খড়্গ
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বিশ্বজুড়ে করপোরেট দুনিয়ার এখন অন্যতম আলোচ্য বিষয় এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। বাজার বিশ্লেষকদের ধারণা, ২০৩০ সালের মধ্যে চাকরির ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলবে এআই। গুগল তাদের নতুন এআই সফটওয়্যার উন্মোচন করেছে। এ ছাড়া অসংখ্য এআই টুল রয়েছে। যদিও এআই কিছু চাকরি বিলুপ্ত করে দেবে, তবে এর পাশাপাশি সৃষ্টি করবে বহু নতুন কাজ। গত ২৯ জুন নেক্সফোর্ড.এডু ওয়েবসাইটে ২০২৫-২০৩০ সালে এআই যেসব চাকরিকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে তার তালিকা প্রকাশ করেছে।


এআই কি উপকার করবে না ক্ষতি?

যেকোনো বিতর্কিত বিষয়ের মতোই এআইয়ের পক্ষে-বিপক্ষে মত রয়েছে। নতুন এআই টুল চালু হওয়া এবং এ নিয়ে প্রচার বাড়ার সঙ্গে সঙ্গে এ নিয়ে মতপার্থক্য বাড়ছে। অনেক বাজার বিশ্লেষক মনে করেন, ‘এআই সমাজে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে; যেমন উৎপাদনশীলতা বাড়ানো, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও শিক্ষা সহজলভ্য করা। কিন্তু এর জন্য আমাদের এখনই নিজেদের মানিয়ে নিতে হবে। অন্যদিকে যারা হাতে-কলমে বা এই ধরনের কাজ করেন, তারা মনে করেন, এআই ও রোবোটিক্স এক ধরনের বিশৃঙ্খল শক্তি যা মানুষকে কর্মহীন করে দেবে। তবে এআই ও রোবট অনেক নতুন চাকরির সুযোগও তৈরি করবে, জটিল সমস্যার সমাধানে সাহায্য করবে এবং দৈনন্দিন জীবনকে সহজ ও সাশ্রয়ী করে তুলবে। এখনো এসব বিতর্ক সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি, তবে এআইয়ের ইতিবাচক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার প্রবণতাই বেশি।’


এআই কীভাবে চাকরি ও অর্থনীতিকে প্রভাবিত করবে?

ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউটের মতে, এআইয়ের কারণে ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে অতিরিক্ত ১৩ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মক্ষেত্র তৈরি করতে পারে, যা বর্তমানের তুলনায় মোট জিডিপির ১৬ শতাংশ বেশি। এর মানে, বছরে ১ দশমিক ২ শতাংশ জিডিপির অতিরিক্ত প্রবৃদ্ধি ঘটবে। এই প্রবৃদ্ধি ইতিহাসের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তির চেয়েও তুলনাযোগ্য। এই বৃদ্ধির মূল উৎস হবে শ্রমের জায়গায় অটোমেশন এবং নতুন পণ্য ও পরিষেবার উদ্ভাবন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে প্রায় ৭০ শতাংশ কোম্পানি অন্তত একটি এআই প্রযুক্তি গ্রহণ করবে। যদিও এর অর্ধেকেরও কম সংখ্যক প্রতিষ্ঠান এআই প্রযুক্তিকে পুরোপুরি গ্রহণ করবে। ফোর্বস বলেছে, এআই হতে পারে বিশ্বের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও বিশৃঙ্খল প্রযুক্তি।


এআই কীভাবে সমাজ ও ভবিষ্যৎকে প্রভাবিত করবে?

ফোর্বসের মতে, ‘এআই আমাদের জীবনকে সহজতর করার অসীম সম্ভাবনা নিয়ে এসেছে। এআইয়ের প্রভাব সমাজের অর্থনৈতিক, আইনি, রাজনৈতিক ও নীতিগত কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করবে। এআইয়ের সাহায্যে আমরা জটিল সমস্যার সমাধান পাব। স্বাস্থ্যসেবা ও শিক্ষায় অগ্রগতি আনতে পারব এবং দৈনন্দিন জীবনকে আরও সুবিধাজনক করে তুলতে পারব।’


এআই কী ধরনের চাকরি বিলুপ্ত করবে?

গোল্ডম্যান শ্যাক্সের রিপোর্ট অনুযায়ী, এআই বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি পূর্ণকালীন চাকরি প্রতিস্থাপন করতে পারে। এটি আমেরিকা ও ইউরোপের মোট কাজের এক-চতুর্থাংশ কাজকে প্রতিস্থাপন করতে পারে। এর পাশাপাশি যদিও নতুন চাকরি সৃষ্টি করতে পারে এআই। এতে উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় এবং ওপেন এআই-এর গবেষণায় দেখা গেছে, বছরে ৮০ হাজার ডলার আয় করা শিক্ষিত চাকরিজীবীরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন। এমআইটি ও বোস্টন বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্ট অনুযায়ী এআই ২০২৫ সালের মধ্যে প্রায় ২০ লাখ উৎপাদন খাতের কর্মীকে প্রতিস্থাপন করতে পারে। ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউট বলছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ১৪ শতাংশ কর্মীকে পেশা পরিবর্তন করতে হতে পারে এআই, রোবোটিক্স ও ডিজিটাইজেশনের কারণে।


ক্যারিয়ার বদলাবেন কীভাবে?

বিশেষজ্ঞরা বলছেন, এআই বিদ্যমান চাকরির চেয়ে অনেক বেশি নতুন চাকরি তৈরি করবে। তবে এর জন্য দরকার নতুন স্কিল অর্জন করা এবং নিজেকে মানিয়ে নেওয়া। আপনি যদিএআইসংক্রান্ত নতুন ক্যারিয়ারে যেতে চান, তাহলে আপনাকে শেখার আগ্রহ, শিল্পজ্ঞান এবং সফট স্কিল তৈরি করতে হবে।


কোন চাকরিগুলো এআই দ্বারা প্রতিস্থাপিত হবে না?

১. শিক্ষক, ২. আইনজীবী ও বিচারক, ৩. ডাইরেক্টর, ম্যানেজার ও সিইও, ৪. এইচআর ম্যানেজার, ৫. মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞ, ৬. সার্জন, ৭. কম্পিউটার সিস্টেম অ্যানালিস্ট, ৮. শিল্পী ও লেখক।



এরকম পরিস্থিতিতে ক্যারিয়ার টিকিয়ে রাখতে কিছু কৌশল অবলম্বনের কথা বলছেন বাজার বিশ্লেষকরা। এই কৌশলগুলো হলো- ১. আজীবন শেখার মানসিকতা থাকা, ২. সফট স্কিল উন্নয়ন, ৩. দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং ৪. নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা অর্জন। সূত্র: নেক্সফোর্ড.এডু



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪