| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বের প্রথম রোবট ফুটবল ম্যাচ: এআই প্রযুক্তির নতুন ইতিহাস চীনে

  • আপডেট টাইম: 30-06-2025 ইং
  • 101289 বার পঠিত
বিশ্বের প্রথম রোবট ফুটবল ম্যাচ: এআই প্রযুক্তির নতুন ইতিহাস চীনে
ছবির ক্যাপশন: বিশ্বের প্রথম রোবট ফুটবল ম্যাচ: এআই প্রযুক্তির নতুন ইতিহাস চীনে

রিপোর্টার্স২৪ ডেস্ক :

প্রযুক্তির নতুন এক মাইলফলক ছুঁয়ে গেল চীন। শনিবার (২৮ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত হলো বিশ্বের প্রথম সম্পূর্ণ এআই-নিয়ন্ত্রিত হিউম্যানয়েড রোবট ফুটবল ম্যাচ। এই আয়োজন ছিল আগামী বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতির অংশ, যা আগামী বছর বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

খেলায় অংশ নেয় সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং বেইজিং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের দুটি দল। ম্যাচে তিন-তিনজন করে রোবট খেলোয়াড় নিয়ে দুই দল মাঠে নামে। কালো ও বেগুনি জার্সি পরা রোবটরা খেলাটি খেলেছে দুটি ভাগে, প্রতিটি ছিল ১০ মিনিটের।

রোবটদের গতি, কৌশল, এবং সিদ্ধান্ত গ্রহণ সম্পূর্ণভাবেই নিয়ন্ত্রিত হয়েছে তাদের অভ্যন্তরীণ কৃত্রিম বুদ্ধিমত্তা ( এআই) অ্যালগরিদমের মাধ্যমে। এই ম্যাচের মূল লক্ষ্য ছিল দ্রুত গতি নয়, বরং ভারসাম্য বজায় রাখা, দ্রুত প্রতিক্রিয়া দেখানো এবং বাস্তব সময়ে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা প্রদর্শন।

খেলার আকর্ষণীয় এক মুহূর্ত ছিল গোল করার পর রোবটদের মুষ্টি উঁচিয়ে উদযাপন। উন্নত ভিজ্যুয়াল সেন্সর প্রযুক্তির কারণে তারা বল সনাক্ত করতে এবং মাঠে দ্রুত চলাচল করতে সক্ষম ছিল। পড়ে গেলে বেশিরভাগ রোবট নিজে থেকেই উঠে দাঁড়াতে পারলেও কিছু রোবটকে মাঠ থেকে সরাতে কর্মীদের সহায়তা নিতে হয়েছে, যা খেলাটিকে আরও বাস্তবধর্মী করেছে।

‘ভ্যালকান’ নামের সিংহুয়া দলের রোবটরা এই ম্যাচে বিজয় অর্জন করে। ম্যাচটির বেশ কিছু আকর্ষণীয় মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে বেইজিং ইভেনিং নিউজ। এই রোবটগুলো সরবরাহ করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘বুস্টার রোবোটিক্স’।

প্রতিষ্ঠানটির সিইও চেং হাও বলেন, ‘‘ক্রীড়া প্রতিযোগিতা মানবাকৃতির রোবটের পরীক্ষার জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম। এতে অ্যালগরিদম, হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার প্রযুক্তি একসঙ্গে পরীক্ষা ও উন্নত করার সুযোগ তৈরি হয়।’’

আয়োজকদের মতে, এই ম্যাচ শুধু একটিমাত্র প্রদর্শনী ছিল না, বরং ভবিষ্যতের স্বায়ত্তশাসিত ক্রীড়া এবং রোবোটিক গবেষণার দিক নির্দেশক এক ঐতিহাসিক অধ্যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনবিসি নিউজ



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪