| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে মডেল মসজিদ উদ্বোধন ও ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দাবি

  • আপডেট টাইম: 07-07-2025 ইং
  • 78288 বার পঠিত
মাদারীপুরে মডেল মসজিদ উদ্বোধন ও ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দাবি
ছবির ক্যাপশন: মাদারীপুরে মডেল জামে মসজিদ উদ্বোধন ও ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দাবিতে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর জেলা মডেল জামে মসজিদ উদ্বোধনের দাবিতে এবং সেখানে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও নাইট গার্ডসহ প্রয়োজনীয় ধর্মীয় কর্মী নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে মাদারীপুর জেলা শহরের মডেল জামে মসজিদের নিচতলায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ‘ধর্মপ্রাণ মুসল্লিগণ, মাদারীপুর’ ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “সরকারের বিশেষ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে মাদারীপুর জেলা মডেল জামে মসজিদ। এটি একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ধর্মীয় স্থাপনা। কিন্তু উদ্বোধনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে মসজিদটি চালু হয়নি। ফলে নামাজসহ ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিয়মিত জামাত চালু না থাকায় মুসল্লিরা ভোগান্তিতে পড়েছেন।”

তাঁরা আরও বলেন, “আমরা সরকারের নিকট জোর দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে এ মসজিদ উদ্বোধন করে নিয়মিত নামাজ চালুর ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে নিয়োগ দেওয়া হোক একজন স্থায়ী ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও একজন নিরাপত্তা কর্মী (নাইট গার্ড)।”

বক্তারা আরও অভিযোগ করেন, সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এ মসজিদ ব্যবহার না হওয়ায় তা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জনসাধারণের ট্যাক্সের টাকায় নির্মিত মসজিদে যাতে সাধারণ মুসল্লিরা সুফল ভোগ করতে পারেন, সে বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার মুসল্লিরা। বক্তারা আশা প্রকাশ করেন, ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪