| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাগর উত্তাল, বাজারে সংকট

ইলিশের দাম ২৮০০ টাকা কেজি

  • আপডেট টাইম: 07-07-2025 ইং
  • 89360 বার পঠিত
ইলিশের দাম ২৮০০ টাকা কেজি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বর্ষার ভরা মৌসুমেও দক্ষিণাঞ্চলের বাজারগুলোতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। অল্প যে পরিমাণ মাছ বাজারে আসছে, তার দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। বর্তমানে মণপ্রতি ইলিশ বিক্রি হচ্ছে ৭০ হাজার থেকে এক লাখ ১২ হাজার টাকায়। কেজিপ্রতি গড় মূল্য দাঁড়ায় ১,৭৫০ থেকে ২,৮০০ টাকা পর্যন্ত।

বরিশালের কাগাশুরা থেকে ইলিশ কিনতে পোর্ট রোডে আসা ক্রেতা এনায়েত হোসেন বলেন, ‘‘পারিবারিক অনুষ্ঠানের জন্য ভালো সাইজের কিছু ইলিশ নিতে এসেছিলাম। কিন্তু এসে দেখি দাম শুনে মাথা ঘুরে যায়। গাড়িভাড়ার টাকাই বৃথা গেল।’’

তিনি আরও জানান, সাত-আট বছর আগেও আষাঢ় মাসে প্রতিদিন এক থেকে দেড় হাজার মণ ইলিশ উঠত বরিশালের বাজারে। অথচ এখন দিনে ৩০ থেকে ৪০ মণ ইলিশও পাওয়া যাচ্ছে না। যেটুকু আসে, তা সিন্ডিকেটের কারণে দাম অতিরিক্ত চড়া হয়ে যাচ্ছে।

জেলেরাও পাচ্ছেন না পর্যাপ্ত মাছ

পটুয়াখালীর রাঙ্গাবালীর জেলে সুজন আকন জানান, ‘‘সাগরে এখন প্রচণ্ড উত্তাল অবস্থা। সিগন্যাল থাকায় অধিকাংশ বোট সাগরে যায়নি। আবার যাঁরা গেছেন, তাঁরাও প্রত্যাশামতো মাছ পাচ্ছেন না। বোট নিয়ে সাগরে যেতে ন্যূনতম পাঁচ লাখ টাকা খরচ হয়, কিন্তু সেই খরচ উঠবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই।’’

ঢাকামুখী সরবরাহ, স্থানীয় বাজারে সংকট

বরিশালের খুচরা বিক্রেতারা বলছেন, বাজারে যে পরিমাণ ইলিশ আসে, তা সরাসরি ঢাকায় চলে যায়। এতে স্থানীয় বাজারে ঘাটতি তৈরি হয়। পোর্ট রোডের খুচরা বিক্রেতা রুবেল হাওলাদার বলেন, ‘‘জেলেরা কম মাছ পাচ্ছে। আর যা পাচ্ছে, তা নদীর মাছ হওয়ায় দামও বেশি। সাগরের মাছ এলে দাম কিছুটা কমে আসবে।’’

এক সপ্তাহেই বড় ইলিশের দাম বেড়েছে ৩০ হাজার টাকা পর্যন্ত

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ৪০০ গ্রাম সাইজের প্রতিমণ ইলিশ ৬৮–৭০ হাজার টাকায়, ৮০০–৯০০ গ্রাম সাইজের প্রতিমণ এক লাখ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ প্রতিমণ এক লাখ ৮–১১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বড় সাইজের ইলিশের দাম গত দশ দিনের ব্যবধানে প্রতি মণে ১২ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

সাগর শান্ত হলে পরিস্থিতি বদলাতে পারে

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপণ কান্তি ঘোষ জানান, ‘‘সাগরে সিগন্যাল থাকার কারণে ট্রলার কম যাচ্ছে, ফলে বাজারে ইলিশের সরবরাহ কম। তবে মহিপুর ঘাটে কয়েকটি ট্রলার আসায় আগামী দিনে সরবরাহ বাড়বে বলে আশা করছি।’’

তিনি আরও বলেন, পদ্মা সেতু হওয়ার পর আড়তদারেরা সড়কপথে খুব দ্রুত ঢাকায় মাছ পাঠাতে পারছেন। ফলে মাছ উঠেই তা রাজধানীমুখী হয়ে যাচ্ছে, এতে স্থানীয় বাজারে সংকট তৈরি হচ্ছে।


ভরা মৌসুমেও যদি ইলিশের এমন সংকট থাকে, তবে প্রশ্ন উঠছে—এটি কি প্রকৃত প্রাকৃতিক পরিস্থিতি, নাকি বাজার নিয়ন্ত্রণে কোনো বড় ধরনের গাফিলতি? সাগর শান্ত হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।


.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪