| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১০ জুলাই

  • আপডেট টাইম: 07-07-2025 ইং
  • 89365 বার পঠিত
হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১০ জুলাই
ছবির ক্যাপশন: শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, চৌধুরী আবদুল্লাহ আল মামুন

রিপোর্টার্স২৪ ডেস্ক :

শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ দেওয়া হবে আগামী ১০ জুলাই। সোমবার (৭ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। 

এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার শুনানিতে পলাতক শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের অব্যাহতি চেয়ে আবেদন করেন স্টেট ডিফেন্স। এই মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় শুধু চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

গত ১ জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার করা হয়েছিল। সেদিন রাষ্ট্রপক্ষ তাদের শুনানি শেষ করলেও, আসামি পক্ষ কোনো শুনানি করেনি। সে অনুযায়ী, আজ আসামি পক্ষের শুনানি হচ্ছে। 

জানা যায়, মামলার ফরমাল চার্জ দাখিলের পর ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলেও, পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হাজির হননি। ফলে ট্রাইব্যুনাল তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করেছেন। 

প্রসিকিউশন জানিয়েছে, অভিযোগ গঠন হয়ে গেলে জুলাইয়ের শেষে কিংবা আগস্টের শুরুতে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪