| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুভেন্টাসের সাথে পাঁচ বছরের চুক্তি করলেন জোনাথন ডেভিড

  • আপডেট টাইম: 06-07-2025 ইং
  • 79479 বার পঠিত
জুভেন্টাসের সাথে পাঁচ বছরের চুক্তি করলেন জোনাথন ডেভিড
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: জুভেন্টাসের সাথে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিড।

ফরাশি ক্লাব লিলির সাথে পাঁচ বছরের চুক্তি শেষ হয়ে যাবার পর ফ্রি ট্রান্সফার সুবিধায় রেকর্ড ৩৬ বারের ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্লাবে যোগ দিয়েছেন ডেভিড। 

স্থানীয় গণমাধ্যমের দাবী প্রতি মৌসুমে জোনাথন জুভেন্টাসের কাছ থেকে চুক্তি বাবদ ৬ মিলিয়ণ ইউরো পাবেন। সাথে বোনাস ও অন্যান্য সুবিধা সহ আরো ২ মিলিয়ন ইউরো আয় করবেন। 

জুভেন্টাসের নতুন জেনারেল ম্যানেজার ডেমিয়েন কোমোলির অধীনে এটাই গ্রীষ্মকালীণ ট্রান্সফার মার্কেটে ইতালিয়ান জায়ান্টদের এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি। গত মসে কোমোলি নিশ্চিত করেছেন কোচ হিসেবে ইগোর টুডোই দলের সাথে থাকছেন। 

দলের তারকা স্ট্রাইকার ডুসান ভøাহোভিচেড অন্যত্র চলে যাবার বিষয়টি প্রায় নিশ্চিত। যে কারনে ফরোয়ার্ড দলভূক্তির বিষয়টি উপর জুভেন্টাস বেশ জোড় দিয়েছে। ২৫ বছর বয়স ডেভিড গত মৌসুমে লিলির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪৯ ম্যাচে ২৫টি গোল ছাড়াও ১২টি এ্যাসিস্ট করেছেন। 

জাতীয় দলের জার্সিতে ৬৭ ম্যাচে কানাডার হয়ে সর্বকালের সর্বোচ্চ ৩৬ গোল করেছেন ডেভিড।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪