| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ড. ইউনূস মার্কিন স্বার্থ বাস্তবায়নকারীদের একজন : আনিস আলমগীর

  • আপডেট টাইম: 05-07-2025 ইং
  • 83024 বার পঠিত
ড. ইউনূস মার্কিন স্বার্থ বাস্তবায়নকারীদের একজন : আনিস আলমগীর
ছবির ক্যাপশন: আনিস আলমগীর/সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ড. ইউনূসকে মার্কিন স্বার্থ বাস্তবায়নকারীদের একজন বলে মন্তব্য করেছেন কলামিস্ট ও সাংবাদিক আনিস আলমগীর। তিনি বলেন, মার্কিন স্বার্থের সঙ্গে যে ড. ইউনূস জড়িত সেটা কেউ অস্বীকার করবে না; তিনি নিজেও অস্বীকার করবেন না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।  

জুলাই অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল আওয়ামী লীগের এমন দাবির বিষয়ে আনিস আলমগীর বলেন, আমি একেবারে অমূলক মনে করি না।

তবে আওয়ামী লীগ নিজেদের গা বাঁচানোর জন্য এটাকে প্রাধান্য দিচ্ছে। তারা নিজেদের অপকর্ম যেগুলো করেছে সেটা সেটাকে তারা ভুলে যাচ্ছে। আপনি যদি আমাদের জন্য ভালো কিছু করেন তবে আমরা আপনাকে পরিবর্তন করতে রাস্তায় নামবো না। 

তিনি বলেন, একটা গণতান্ত্রিক সরকার, একটা ভালো সরকারকে হটাতে বহিঃশক্তি আমাকে রাস্তায় নামাতে পারবে? আমি কেন তাকে হটাতে দিবো? আপনি নিজেই তো রাস্তা বানিয়ে দিয়েছেন। তারা (যুক্তরাষ্ট্র) সেই সুযোগ নিয়েছে। 

আনিস আলমগীর বলেন, গণতান্ত্রিক অনেক দেশে মার্কিনীরা তো সেই সুযোগ নিতে পারে না। মার্কিনীরা অগণতান্ত্রিক দেশগুলোতে এই সুযোগ নেয়। সেটা করে তাদের স্বার্থেই।

তিনি বলেন, এ কাজে তাদের স্বার্থের কিছু লোক যদি থাকে সেটা বাস্তবায়নের সুবিধা হয়। এখানেও (বাংলাদেশে) মার্কিন স্বার্থের বাস্তবায়নকারী লোকগুলো ছিল। শেখ হাসিনার বাইরে যুক্তরাষ্ট্র এমন কিছু লোক পেয়েছিল। ড. ইউনুস তাদের একজন। 

তিনি আরো বলেন, ড. ইউনূস মার্কিন স্বার্থের সঙ্গে যে জড়িত সেটা তো কেউ অস্বীকার করবে না; তিনি নিজেও অস্বীকার করবেন না।

তিনি যে মার্কিন পুতুল না, মার্কিনীদের পক্ষে কাজ করেন না, সেটা তিনি বলতে পারবেন না। তিন এই দাবি জোর গলায় করেনও না। 

জুলাই আন্দোলনের বিষয়ে তিনি কিছু জানতেন বলে যে বক্তব্য ড. ইউনূস দিয়েছেন তাকে মিথ্যাচার উল্লেখ করে আনিস আলমগীর বলেন, তিনি যতই ভোলা ভালা থাকেন না কেন মানুষ মনে করে ড. ইউনূস এর (আন্দোলন) পেছনে আছেন। এই আন্দোলনকারীরাই বলছে আন্দোলনের সময়ও ড. ইউনূসের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। কিন্তু ক্ষমতায় আসার আগে উনি বললেন, উনি কিছুই জানেন না। উনি ঘুমিয়েছিলেন হঠাৎ করে ছাত্ররা অনুরোধ করেছে আপনি আসেন স্যার; আপনাকে ছাড়া হবে না। ড. ইউনূস এই আন্দোলনে ভেরি মাচ ইনভলভ ছিলেন।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪