বিশেষ প্রতিনিধি, সায়েম উদ্দিন।।
রিপোর্টার্স২৪ ডেস্ক :
রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমান সরকারের যে কলঙ্ক, যে পরাজয়, যে ব্যর্থতা রয়েছে— তার মধ্যে প্রধান কারণ হলো- এই সরকার মবতন্ত্রকে মেনে নিয়েছে। ফলে এই সরকারের গত ১০ মাসে দেশের ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালতসহ সব জায়গা মবের নিয়ন্ত্রণে ছিল।
তিনি বলেন, যারা মব সন্ত্রাসী, তারা সবাইকে টার্গেট করেছে। একই ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ে, হাইস্কুলে, প্রাইমারি স্কুলে, মাদ্রাসাতে, মসজিদে, মন্দির, গির্জা এমনকি প্রাইভেট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও।
সন্ত্রাসীরা টেলিভিশন স্টেশনে হামলা চালিয়ে কম্পিউটার কিবোর্ড, ঝাড়ু, বদনা, চেয়ার-টেবিল সবকিছু নির্বিচারে লুট করে নিয়ে গেছে।’
‘এরপর তারা বড় বড় কর্পোরেট হাউজে ঢুকে সিন্দুক ভেঙে টাকা নিয়ে গেছে, চেক বই নিয়ে গেছে। অনেক মালিককে জিম্মি করে কোটি কোটি টাকা তারা নিয়ে গেছে। যেখানে ধর্ষণ দরকার, ধর্ষণ করেছে।
যেখানে মারধর করা দরকার, মারধর করেছে। মানে এ এক অদ্ভুত বিশৃঙ্খলা।’
তিনি বলেন, ‘এখন বাংলাদেশের গ্রামাঞ্চলে গিয়ে খুঁজে দেখেন যে, কি পরিমাণ চুরিচামারি বেড়ে গেছে। এর মাধ্যমে জনযুদ্ধ হতে পারে।
আরো কিছু হতে পারে। আর দ্বিতীয় হলো যে, একটি রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে। যখন রাষ্ট্র সে দেশের নারীদেরকে ধর্ষণ থেকে রক্ষা করতে না পারে, যে রাষ্ট্রে প্রকাশ্যে ধর্ষণ হয়, ধর্ষণের কোনো বিচার হয় না; সে রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি তাদের ওপর গজব নাযিল হবে।
‘এই দৃশ্য বাংলাদেশে কখনো হয়নি। যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তাদের সবারই সজাগ হওয়া উচিত, তওবা করা উচিত এবং সর্বশক্তি দিয়ে এগুলোকে বন্ধ করার জন্য জিহাদ ঘোষণা করা উচিত।
.
রিপোর্টার্স২৪/এস